চট্টগ্রামে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মঈনুল আলম ছোটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তিনজনকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে।
বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন- সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দিন ও জাহাঙ্গীর আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, আমরা নির্বাচনের বিরুদ্ধে সংগ্রাম করছি। আর আমাদের দলের নেতাদের আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গিয়ে প্রচার চালানোটা দুঃখজনক। প্রচারে অংশ নেওয়ার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে কালাম, জমির ও জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের আগে থেকে সতর্ক করা হয়েছিল। তবুও প্রচারে অংশ নিয়েছেন তারা।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ