ডামি নির্বাচন বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৮ ডিসম্বের) দুপুরে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসেন, সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, আবুল কালাম আজাদ সুমন, সহ সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন, আনিছুর রহমান রাসেদ, সহ সাংগঠনিক সম্পাদক সজিব হাওলাদার, মানবাধিকার সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, সহ সম্পাদক শামীম আকন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. ফয়সাল হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স খন্দকার, তানভীর আহমদ মাদবর, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, নাহিদুল ইসলাম বেপারী, সিকদার শাহীন, পল্লবী থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. সাজ্জাদ হোসেন পিয়াস, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক গণশিক্ষা সম্পাদক মৃধা জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, তানভীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ