ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

দেশে গণতন্ত্রের নামে প্রহসন চলছে : নজরুল

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৫
ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জোরপূর্বক যারা ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করতে পারেনি, তারা আবার ৭ জানুয়ারি নির্বাচনের ইশতেহার দিয়েছে। এতে শুধু বড় বড় কথা আছে। আর এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। বিএনপি এটা (ইশতেহার) প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আজকে এদেশে গণতন্ত্রের নামে প্রহসন চলছে। নির্বাচনি খেলা চলছে। এই নির্বাচনে জনগণের মত-প্রকাশের কোনো সুযোগ নাই। এখানে কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। কাজেই এই নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না। কারণ সরকারবিরোধী কোনো পক্ষ এই নির্বাচনে নাই। সে কারণে এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য দেশের মানুষ এই নির্বাচন বর্জন করবে।

ভোটারদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, এই নির্বাচন একটা অবৈধ সরকার, দুর্নীতিবাজ, দেশের অর্থসম্পদ লুটকারী এবং মানুষের অধিকার হরণকারী একটা সরকারের মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা মাত্র। আপনারা তাদেরকে না বলুন। আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই নির্বাচনী খেলা ব্যর্থ করে দিন।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ