'ডামি' নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার লক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়ী ও ধোলাইপারের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম সহ-সভাপতি তানজিল হাসান এর নেতৃত্বে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর।
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য আনিচুর রহমান খান, সাবেক ছাত্রনেতা জুয়েল জোমাদ্দার, জাহিদ সাগর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কে এম সিরাজুল ইসলাম সিরাজ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক শাহিন ফরাজি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন মৃধা, সাইফুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক সজিব মৃধা, সাদেক হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান হাবিব রুবেল, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সহ-সম্পাদক আরিফ বিল্লাহ, মামুন সাগর, তানজিম সোহাগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিবুল হাসনাত তুরাগ, পটুয়াখালী জেলা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম, রাকিবুল ইসলাম রুবেল, সজিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ