ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অবরোধ সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:১৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:২২

সরকারের পদত্যাগের একদফা দাবি এবং অসহযোগ আন্দোলন সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রোববার (২৪ ডিসেম্বর) ১২তম ধাপে দিনব্যাপী অবরোধ সফলে কারওয়ানবাজার মোড় থেকে বাংলা মোটর মোড় পর্যন্ত মিছিল ও সড়ক অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মিছিলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব। মিছিলের শেষ পর্যায়ে সোনারগাঁও হোটেলের পাশ থেকে পুলিশ ও র‍্যাব একযোগে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার,সহ-সাধারণ সম্পাদক জামিল মুরসালিন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, শাফি আল আমান, আরিফুল ইসলাম, সুলতানা আক্তার মিম, সহ-নাট্যবিষয় সম্পাদক মুনতাসীর মামুন, গ্রিন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন ইসলাম নাহিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি পিয়াল হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. শামীম শেখ, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আল মাহমুদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, ছাত্রনেতা হারুন অর রশিদ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সরকার প্রমুখ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ