শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

তারা কার বিরুদ্ধে অসহযোগ করছে, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:২০
ছবি- সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তারা (বিএনপি) কার বিরুদ্ধে অসহযোগ করছে। কাকে নিয়ে করছে। তাদের সঙ্গে তো লোকজন দেখি না। অসহযোগ আন্দোলন তখন হয় যখন একটি রাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা চায় সেটির জনগোষ্ঠী।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতৃত্বাধীন জোটকে উদ্দেশ করে তিনি এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ঘোষণা দিয়ে ২/৫ জন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে, নাশকতা করে। অসহযোগ মানে তো এই নাশকতা নয়। অসহযোগ মানে কি ট্রেনের মধ্যে আগুন দিয়ে নারী-শিশুদের হত্যা করা? যারা এই নাশকতা করে, সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীদের দোসর, তারা তো অসহযোগের মানেই বুঝে না। অসহযোগ করার তাদের কোনও সুযোগও নেই। কারণ, জনগণ তাদের সঙ্গে নেই। জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না।

দীপু মনি বলেন, তারা কার বিরুদ্ধে অসহযোগ করছে। কাকে নিয়ে করছে। তাদের সঙ্গে তো লোকজন দেখি না। অসহযোগ আন্দোলন তখন হয় যখন একটি রাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা চায় সেটির জনগোষ্ঠী। তখন একেবারে দমন-পীড়নশীল রাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীনতা চেয়ে অসহযোগ আন্দোলন করে। আমরা ১৯৭১ সালে স্বাধীনতা চেয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ করেছি। সেটি সফল অসহযোগ হয়েছিল। ব্রিটিশবিরোধী আন্দোলনে গান্ধীজি অসহযোগ আন্দোলন করেছেন। এগুলো সফল অসহযোগ।

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী বলেন, এলাকার মানুষের যত প্রত্যাশা ছিল সেগুলোর বাইরেও অনেক বেশি উন্নয়ন আমরা করেছি। মানুষ শেখ হাসিনার ওপর খুশি, নৌকার প্রতি খুশি। তারা তাদের এমপির ওপরও খুশি। আগামী নির্বাচনে তাদের বর্তমান এমপিকে আবার ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

এসময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ