ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

মিরপুরে ছাত্রদলের মিছিল ও পিকেটিং

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:২০

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে, দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে মিছিলটি মিরপুরের কালশী ফ্লাইওভার থেকে শুরু হয়ে ইউসিবি চত্বর অভিমূখী সুমাত্রা ফিলিং স্টেশন গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ।

মিছিলে মিরপুর থানা ছাত্রদল নেতা ইব্রাহিম চৌধুরী ফয়সাল, রাব্বি, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ শিহাব খাঁন, মোঃ সবুজ, শেরেবাংলা নগর থানা ছাত্রদল নেতা মোঃ সাগর, শাকিলসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি এবং অবৈধ তফসিল বাতিল চেয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ