ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

একদিন পেছালো বিএনপির হরতাল

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:০২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:১২

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের ইন্তেকালে আগামীকাল (সোমবার) বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার সম্মানার্থে সোমবারের (১৮ ডিসেম্বর) হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। বিএনপির পক্ষ থেকে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। গতকাল যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তার সম্মানার্থে ১৮ ডিসেম্বর ঘোষিত হরতাল ১৯ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ