কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের ইন্তেকালে আগামীকাল (সোমবার) বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার সম্মানার্থে সোমবারের (১৮ ডিসেম্বর) হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। বিএনপির পক্ষ থেকে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। গতকাল যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তার সম্মানার্থে ১৮ ডিসেম্বর ঘোষিত হরতাল ১৯ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ