ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অবশেষে ভারত গেলেন বিএনপি নেতা মেজর হাফিজ

প্রকাশনার সময়: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:১০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৩

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ অবশেষে ভারতের রাজধানী নয়াদিল্লি যেতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়া বিমানে করে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, হাঁটুতে অস্ত্রোপচার করতে মেজর (অব.) হাফিজ উদ্দিন দিল্লি গেলেন। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাফিজ উদ্দিন আহমদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। তার লাগেজও উঠে যায় বিমানে। কিন্তু বিমানে উঠতে পারেননি মেজর হাফিজ। এয়ারপোর্টে থেকে তাকে ফেরত পাঠানো হয়। তবে সেই যাত্রায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী ভারত গেছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) হাফিজ উদ্দিন বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটে তাকে বাংলাদেশ ত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি। হাফিজের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ রিট করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ