ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

‘শেখ হাসিনাকে পক্ষে নিতে পরাশক্তিগুলো টানাটানি করছে’

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২৩, ২১:১০
ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এ কারণে বাংলাদেশ এবং শেখ হাসিনাকে পক্ষে নিতে পরাশক্তিগুলো নিজেদের মধ্যে টানাটানি করছে।

শনিবার (০৯ ডিসেম্বর) রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে (বাসাবো বৌদ্ধ মন্দির) অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এই কথা বলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। আজ ভূ-রাজনৈতিক যে বাস্তবতা, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি করেছেন। এজন্য আন্তর্জাতিক পরাশক্তিগুলো বাংলাদেশ এবং প্রধানমন্ত্রীকে নিজেদের পক্ষে নিতে টানাটানি করছে।

বাংলাদেশ কোনও পরাশক্তির সেবাদাস হবে না জানিয়ে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আজ আমরা যে স্যাংশন দেখছি, ভিসা রেসট্রিকশনের কথা বলা হচ্ছে, মানবাধিকারের কথা বলা হচ্ছে, এগুলো ভূরাজনৈতিকভাবে বাংলাদেশ ও শেখ হাসিনাকে পক্ষভুক্ত করার বিভিন্ন ইস্যু। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকতে, আওয়ামী লীগ বেঁচে থাকতে বাংলাদেশ কোনও পরাশক্তির সেবাদাস হবে না।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ