শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান ফেরদৌসের

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে এসে‌‌ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক‌ ফেরদৌস।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ফেরদৌসের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম।

এরপর সাংবাদিকদের বলেন, আজকের দিনটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। মনোনয়নপত্র দাখিলের পর থেকে টেনশনে ছিলাম আমি কোথাও ভুল-ভ্রান্তি করেছি কি না, আমার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় কি না। আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবো।

বিএনপি নির্বাচনে না আসা প্রসঙ্গে ফেরদৌস বলেন, এটা তাদের সিদ্ধান্ত। তারা প্রতিযোগিতায় না এলে এখানে আমার কিছু বলার নেই।

তিনি বলেন, ঢাকা-১০ আসনে যে কয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে তাদের মধ্যে প্রতিযোগিতামূলক ইলেকশন হবে।

ভোটারদের উদ্দেশ্যে ফেরদৌস বলেন, আমি সবার কাছে অনুরোধ জানাব আপনারা ভোটকেন্দ্রে আসুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ