ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি থেকে আস্তে আস্তে সবাই বেরিয়ে যাচ্ছে : তথ্যমন্ত্রী

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২৩, ১৬:৪৯
ফাইল ছবি

বিএনপি জোট থেকে অনেকের বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা তো নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের থলে থেকে তো আস্তে আস্তে সবাই বেরিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিএনপির হরতাল-অবরোধেও রাস্তায় যানজট লেগে যায়। জনগণ তাদের বুড়ো আঙ্গুল দেখিয়েছে। এরপরও তাদের লজ্জা হয় না।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, অবরোধেও ঢাকার বিভিন্ন জায়গায় যানজট হচ্ছে। দূরপাল্লার গাড়িও চলছে। এসব কর্মসূচি দিয়ে তারা নিজেদের হাস্যকর করছে। তাদের কর্মসূচি কেউ মানছে না।

তিনি বলেন, বিএনপি আগের মতো এখনো জ্বালা-পোড়াও করছে। এতে দেশের ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। বিএনপি এখন প্রকৃত অর্থে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কখনই উন্নয়ন সম্ভব নয়।

মন্ত্রী বলেন, তারেক রহমান বলেছেন, ২৮ ও ২৯ নভেম্বর সরকার ফেলে দেওয়া হবে। তারা যতবার এরকম ঘোষণা দিয়েছে, ততবার পালিয়ে গেছে। এ সব ঘোষণা দিয়ে তারা জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার হুমকি সন্ত্রাসী ঘোষণা ছাড়া আর কিছু নয়। আশা করি, তারা এই অপরাজনীতি থেকে বেরিয়ে আসবে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ