ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

রাজধানীতে অবরোধের প্রভাব নেই, যান চলাচল স্বাভাবিক

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৩, ১২:৪০

রাজধানী ঢাকার সড়কে নেই অবরোধের প্রভাব। সায়েদাবাদ ও মহাখালী টার্মিনাল থেকেও ছাড়ছে দূরপাল্লার বাস। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিএনপির ৪৮ ঘণ্টার এ অবরোধ কর্মসূচি রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চলবে। কয়েক দফা অবরোধে রাজধানীতে যান চলাচল কম থাকলেও, এখন সেই চিত্র বদলে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা।

অবরোধে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ৪৩০টি টহল দল, ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কাজ করছে পুলিশ ও আনসার সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে চলছে টহল ও তল্লাশি। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে সহিংসতার পরদিন থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের এ কর্মসূচি। সবশেষ গেলো ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। বিএনপি এই তফসিল প্রত্যাখান করেছে।

নয়াশতাব্দী/আরেজ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ