আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
সাক্ষাৎ শেষে রাত ৯টা ১২ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। তবে প্রবেশ বা বের হয়ে যাওয়ার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে দলের কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের অংশগ্রহণে যৌথসভা করেছেন জি এম কাদের।
জি এম কাদের বলেন, ‘দেশের রাজনৈতিক অবস্থায় জাতীয় পার্টি এখনও মনে করে সংলাপের সুযোগ আছে। যুক্তরাষ্ট্র যেহেতু সবাইকে চিঠি দিয়েছে, তাই আমরা আশা করছি বিএনপিও সংলাপে অংশ নেবে।’
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ