ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পিটার হাসের চিঠি জাপা পেলেও এখনো পায়নি আ.লীগ-বিএনপি

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২৩, ২০:৪৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ২৩:০২
ছবি- সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের তিনটি প্রধান রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের চিঠি দিয়ে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আওয়ামী লীগ এবং বিএনপিকেও একই ধরনের চিঠি দেওয়া হবে বলে পিটার হাসের বরাত দিয়ে সাংবাদিকদের জানান জাপার মহাসচিব।

সোমবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে বাংলাদেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকের অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরা হয়।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। একইসঙ্গে সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্র সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানান পিটার হাস। বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের থ্রি সি ভিসানীতি কার্যকর করতে থাকবে।

আজ রাত পৌনে ৮টা পর্যন্ত জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপি এখনো মার্কিন দূতাবাসের কোনো চিঠি পায়নি। এ প্রসঙ্গে রাত পৌনে ৮টার দিকে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো চিঠি পাইনি।’

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ‘আমার জানা মতে, এই সংক্রান্ত কোনো চিঠি এখনো বিএনপির কাছে আসেনি। আমার হাতে পৌঁছায়নি। দলের অন্য কোনো নেতার কাছে গেছে কি-না, তা বলতে পারছি না।’

এর আগে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘জাপার চেয়ারম্যানকে দেওয়ার জন্য একটি চিঠি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত এসেছিলেন। উনি বলেছেন একই চিঠি বাংলাদেশের তিন দলকে (আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি) দেওয়া হচ্ছে। সেই চিঠির সারসংক্ষেপ হচ্ছে- যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’ তিনি আরও বলেন, ‘মূলত চিঠিটি হস্তান্তর করতেই পিটার হাস এসেছিলেন। এরপরেও তিনি আসার পরে তার সঙ্গে জাপার নেতৃবৃন্দ বৈঠক করেছেন। ওই বৈঠকে নানা বিষয়ে কথা হয়েছে।’

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ