ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘বিএনপি বিরোধী দল নয়, বিরোধী দল জাতীয় পার্টি’

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২৩, ১৯:০১
ফাইল ছবি

বিএনপি মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে। বিএনপি বিরোধী দল নয়, বিরোধী দল এখন জাতীয় পার্টি। তবে বিএনপি এখন স্বীকৃত জনবিচ্ছিন্ন দল। দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে তারা।

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানের তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বিভিন্ন সময় খ্রিষ্টান ধর্ম গুরুদের মারার চেষ্টা করেছে। বিদেশিদের মেরেছে, মসজিদের ইমামদেরও হত্যা করেছে তারা। সে কথা এ দেশের মানুষ ভুলে যায়নি। দেশের মানুষ তাদের জঙ্গিবাদ-সন্ত্রাসের কথা ভোলেনি।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে আগে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ায় আমরা শতভাগ না হলেও বলতে পারি ৮০ শতাংশ সফল। দুর্বার গতিতে দেশ এখন এগিয়ে যাচ্ছে। এর একটি কারণ হলো আমরা ডিজিটাল। আজকে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন সেটি বাস্তবায়নও করেন।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ