ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২৩, ১৪:৫৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ১৫:০৮

হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ। রোববার (২৯ অক্টোবর) বিকেলে সাড়ে ৪ টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, কী কারণে এই সংবাদ সম্মেলন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে দলের অবস্থান নিয়ে কথা বলবেন আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ