ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম হেফাজতের

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২৩, ১৯:৪৮

আগামী ৩০ নভেম্বরের মধ্যে কারাবন্দি সব নেতাকর্মীদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (২৫ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি মাওলানা মামুনুল হকসহ অনেক আলেম। সাজানো মামলায় তাদের এতো দীর্ঘ সময় অন্যায়ভাবে বন্দি করে রেখেছে সরকার। ২০১৩ সাল থেকে হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

কর্মসূচির বিষয়ে সাজিদুর রহমান বলেন, আগামী ৩ মাসের মধ্যে সারাদেশে হেফাজতে ইসলামের জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুরে করা হবে শানে রেসালাত সম্মেলন। পর্যায়ক্রমে অন্য সব জেলাতেও অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ