ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

হাসপাতালে গিয়ে খালেদার চিকিৎসার খোঁজ নিলেন ফখরুল

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৫২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩, ০৯:৫৮
ফাইল ছবি

প্রায় আড়াই মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে যান ফখরুল। পৌনে এক ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি।

বিএনপি সূত্র জানায়, হাসপাতালে মির্জা ফখরুল চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাত ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এর আগে গত সোমবারও (২৩ অক্টোবর) খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব।

এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতাল থেকে বাংলাদেশে আসছেন তিন বিশেষজ্ঞ চিকিৎসক। আগত বিশেষজ্ঞরা হৃদরোগ ও কিডনি বিশেষজ্ঞ। তারা আজ ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের একজন সদস্য।

গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। পরিবারের পক্ষ থেকে এ নিয়ে একাধিকবার আবেদনও করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে অনুমতি মেলেনি।

নয়াশতাব্দী/ এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ