‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না’- মেয়র তাপসের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, তার বক্তব্যে জমিদারি, সন্ত্রাসী ভাব রয়েছে। আর এটাই হচ্ছে তাদের কথা বলার চরিত্র ও মানসিকতা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তাদের সব কিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে।
বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগকে ব্যবহার করছে। অগণতান্ত্রিক আচরণের জন্য বিচার বিভাগকে ব্যবহার রাষ্ট্রে টিকে থাকার হুমকি হিসেবে দাঁড়ায়। বিচার বিভাগ নিরপেক্ষ না থাকলে রাষ্ট্র টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
সাবেক মন্ত্রী বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলো ভেঙে দিচ্ছে। আওয়ামী লীগের কর্মকাণ্ড দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের নিরপেক্ষ নির্বাচনের দাবি একটি তামাশা। নাটোরে রোডমার্চের গাড়িতে আগুনের ঘটনায় অগ্নিসন্ত্রাস কারা করেছে তা পরিস্কার হয়ে গেছে। ইইউ পর্যবেক্ষক দলের সিদ্ধান্ত আবারও প্রমাণ করল আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ