জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ছাত্রসমাবেশ বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। এতে করে সমাবেশস্থলের আশপাশে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় খুঁজতে দেখা গেছে কয়েক হাজার শিক্ষার্থী ও ছাত্র নেতাদের। অনেককে আবার বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এমন চিত্র দেখা গেছে।
বিকেল ৩টায় শুরু হবে ছাত্রলীগের ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’। তবে সমাবেশ শুরুর আগে বৃষ্টি বাগড়া দেয়। দুপুর পৌনে ২টার শুরু হয় বৃষ্টি।
আজ বিকেল তিনটায় ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সভাপতিত্বে ছাত্র সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও অংশগ্রহণ করবেন।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ