ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

জঙ্গি খেলা আর চলবে না : আমীর খসরু

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২৩, ১৯:০২
ফাইল ছবি

সরকার নতুন করে জঙ্গি নাটক শুরু করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জঙ্গি খেলা আর চলবে না। জঙ্গি নাটক অনেক আগেই শেষ হয়ে। জঙ্গি খেলা বিশ্ববাসী বিশ্বাস করে না।

তিনি বলেন, আওয়ামী লীগের চাইতে বড় জঙ্গি, সন্ত্রাসীদল বিশ্বের কোথাও নেই।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর শ্যামলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ এসব কথা বলেন তিনি।

এদিন বিকেল সাড়ে ৪টায় শ্যামলী লিংক রোড থেকে এ কালো পতাকা মিছিল শুরু হয়। যা মোহাম্মদপুর শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষ যখনই সিদ্ধান্ত নেয়, তখন আর পিছপা হয় না। স্বাধীনতা যুদ্ধে পিছপা হয়নি, ভাষা আন্দোলনে পিছপা হয়নি। যেবারই সিদ্ধান্ত নিয়েছে, সেবারই তার প্রতিপক্ষকে পরাজিত করেছে।

সাবেক এ মন্ত্রী বলেন, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, সরকারি কর্মকর্তা ও বিচারক ভাইয়েরা জনগণের প্রতিপক্ষ হবেন না।

প্রধানমন্ত্রী পরিবার ও দলবল নিয়ে জনগণের ট্যাক্সের টাকায় দক্ষিণ আফ্রিকা গেছেন বলে দাবি করে তিনি বলেন, কিসের জন্য গেছেন? ব্রিকস সদস্য হবেন? কিন্তু কি হয়েছে? প্রত্যেক জায়গায় আপনি প্রত্যাখ্যান হবেন। সবাই অবৈধকে প্রত্যাখ্যান করবে না।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ