ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

সভা-সমাবেশে পুলিশের অনুমতি নেবে না নুর, দিয়েছেন ঘোষণা

প্রকাশনার সময়: ১১ আগস্ট ২০২৩, ২০:০১ | আপডেট: ১১ আগস্ট ২০২৩, ২০:২৩
ফাইল ছবি

সভা-সমাবেশ করতে গণঅধিকার পরিষদ পুলিশের কাছ থেকে আর কোনো অনুমতি নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১১ আগস্ট) বিকালে ঢাকার পল্টনে কালভার্ট রোড জামান টাওয়ারের সামনের রাস্তায় এক বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

নুর বলেন, ‘সমাবেশ করার আগে এতদিন গণঅধিকার পরিষদ পুলিশের সহযোগিতায় চেয়ে আবেদন করত। পুলিশ এখন বলছে সহযোগিতা নয়, অনুমতি নিয়ে সমাবেশ করতে হবে। কিন্তু গণঅধিকার পরিষদ সমাবেশ করতে পুলিশের কাছ থেকে আর কোনো অনুমতি নেবে না।’

এ সময় অন্য রাজনৈতিক দলগুলোকেও সমাবেশ করতে পুলিশের অনুমতি না নিতে আহ্বান জানান গণঅধিকার পরিষদের সভাপতি।

সাবেক এই ভিপি বলেন, ‘আওয়ামী লীগ সরকার যদি আবারও ভয় দেখিয়ে নির্বাচন করে ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা জারি হবে। তখন কম্বোডিয়া ও উত্তর কোরিয়ার মত অবস্থা তৈরি হবে।’

গত ২ অগাস্ট হামলার বিষয়ে নুর বলেন, ‘সে দিন আগেই জেনেছি ছাত্রলীগ হকিস্টিক নিয়ে ঢাবি ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। কিন্তু আমি ভয় পাইনি, ক্যাম্পাসে গিয়েছি। ছাত্রলীগ আমার ওপর হামলা করেছে, কিন্তু আমি দমে যাইনি, রাজপথেই আছি।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ