হৃদ্রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের সামিটিভেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন। বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন। তার মূল রক্ত ধমনিতে রিং পরানো হয়েছে। এখন সুস্থ আছেন। দলীয় সহকর্মী, সর্মথক ও দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
পারিবারিক সূত্রমতে, গত ৫ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককের সামিটিভেজ হাসপাতালে যান জহির উদ্দিন স্বপন। পরীক্ষায় তার মূল রক্তনালিতে বড় প্রতিবন্ধকতা ধরা পড়ে। চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তার রক্ত ধমনিতে রিং পরান। বর্তমানে তিনি সুস্থ আছেন।
বিএনপির মিডিয়া সেল জানায়, জহিরউদ্দিন স্বপনের অসুস্থতার খবর জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ, বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী মুঠোফোনে তার সঙ্গে কুশল বিনিময় করেছেন। মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সব সদস্য নিয়মিত তার তার খবর রাখছেন।
নয়া শতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ