ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরদের ওপর ছাত্রলীগের হামলা

প্রকাশনার সময়: ০২ আগস্ট ২০২৩, ১৭:২৫
ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (০২ আগস্ট) বিকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের দিকে যাচ্ছিলেন ছাত্র ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। টিএসসি মোড়ে আগে থেকেই অবস্থান নিয়ে ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রঅধিকার পরিষদের মিছিলটি টিএসসি মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে গতিরোধ করে নুরের ওপর হামলা চালায়। এ সময় তাকে কিল-ঘুষি এবং লাথি মারতে দেখা যায়। একপর্যায়ে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে ওই এলাকা ত্যাগ করেন।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ