বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মেগা প্রকল্পে গণলুট চলছে। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।
রোববার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে ৫০ হাজার কোটি টাকায়। এভাবে মেগা প্রজেক্টকে তারা টাকা বানানোর প্রজেক্ট হিসেবে তৈরি করে নিয়েছে।
অনুন্নয়ন খাতে অর্থ বরাদ্দের সমালোচনা করে ফখরুল বলেন, আনপ্রোডাক্টিভ খাতে টাকা দেয়া হচ্ছে। এমন কাজ করা হচ্ছে যে, কাজগুলোর কোনো দরকারই নেই। দেখবেন যে, স্কুল-মাদ্রাসায় টাকা দিয়েছে বড় বড় গেট তৈরি করতে। এই মুহূর্তে তো গেট তৈরি করার চেয়ে ক্লাসরুম তৈরি করা বেশি দরকার। সেটা তারা করছে না।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে কী করুণ অবস্থা! এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই এবং টিকার নিশ্চয়তা হবেও না এজন্য যে, যারা স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত, টিকার সঙ্গে জড়িত- এরা সবাই দুর্নীতিতে জড়িত হয়ে গেছেন।
ফখরুল আরো বলেন, এখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই, কোনো নিরাপত্তা নেই। খবরের কাগজ খুললেই দেখবেন ভয়াবহ সব খুন, ভয়াবহ সব হত্যার ঘটনা। আজকের পত্রিকায় যে ঘটনাটি এসেছে যে, মেয়ে বাবা-মা-বোনকে হত্যা করেছে। এগুলো হচ্ছে- একটা আর্থসামাজিক অবস্থার প্রতিচ্ছবি।
আরআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ