ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টির রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচনের ট্রাম্পকার্ড : বাবলা

প্রকাশনার সময়: ১৫ জুন ২০২৩, ১৮:৪৭

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো সময় দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হতে পারে। আর বরাবরের মতো এবারও জাতীয় পার্টির রাজনৈতিক সিদ্ধান্তই হবে আগামী জাতীয় নির্বাচনের ট্রাম্পকার্ড। বিগত সময়ে জাতীয় পার্টিকে ছাড়া কোনো দল রাষ্ট্রক্ষমতায় যেতে পারেনি, আগামীতে পারবে না।

বৃহস্পতিবার (১৫ জুন) নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৪ এর কদমতলী থানার বউবাজারে ৫৩ ও ৫৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক নির্বাচনী জনসম্পৃক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লাঙ্গলের সমর্থনে এই জনসম্পৃক্ত সভায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বাবলা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করছেন, জাতীয় পার্টির লাখো নেতাকর্মীর পাশাপাশি দেশের আপামর জনসাধরণ সেই লড়াইয়ে জিএম কাদেরের সাথী হিসেবে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘লাঙ্গল হলো এই দেশের মানুষের অধিকার আদায়ের প্রতিক। আশির দশকে যেমন অভিভক্ত ঢাকা-৪ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি, ঠিক তেমনি বিগত সাড়ে নয় বছরেও শ্যামপুর কদমতলীতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।’ আগামী জাতীয় সংসদ নিবার্চনেও লাঙ্গলে ভোট দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহবান জানান।

৫৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সুলতানা আহমেদ লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত জনসম্পৃক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, ঢাকা মহানগর দক্ষিন জাপার যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খসরু, কদমতলী থানা জাপার সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, মহিলা পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুমন, কদমতলী থানা জাপার সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন মিন্টু, স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহবায়ক আব্দুল হাকিম, সদস্য সচিব রনি হাওলাদার, যুব সংহতি কদমতলীর আহবায়ক সজিব আহমেদ, মহিলা পার্টির কদমতলী থানার ভারপ্রাপ্ত আহবায়ক পারুল আক্তার, সদস্য সচিব শাম্মি আক্তার, যুগ্ন আহবায়ক ফরিদা ইয়াসমিন, জাতীয় ছাত্র সমাজ কদমতলী থানার আহবায়ক ইয়াসির আরফাত টিপু, কৃষক পার্টি কদমতলীর আহবায়ক আবুল কালাম প্রমুখ। সভা পরিচালনা করেন ডি.কে সমির।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ