ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘দলীয় সিদ্ধান্ত অমান্য করলে ছাড় দেয়া হবে না’

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২১, ০০:০২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সবার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। তাহলে দ্রুত সময়ের মধ্যে সামগ্রিক উন্নয়ন সাধিত করা যাবে। যারা দলীয় সিদ্ধান্ত এবং নেতার কথা অমান্য করবে, তাদেরকে কোন অবস্থায় ছাড় দেয়া হবে না।

সোমবার (৩০ আগস্ট) মন্ত্রীর নির্বাচন এলাকা লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাঙ্গে মতবিনিময় এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, সমাজের সকল মানুষকে সমান চোখে দেখতে হবে। আগামী ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে, সকলকে তার পক্ষে কাজ করতে হবে। জনপ্রতিনিধি এবং নেতাকর্মীগণ অবশ্যই প্রশাসনের কর্মকর্তাদের সাঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

এলজিআরডি মন্ত্রী মনোহরগঞ্জে জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাঙ্গে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ দলীয় নেতাকর্মী।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ