ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

আওয়ামী লীগ মাঠে আছে : মায়া

প্রকাশনার সময়: ০১ মে ২০২৩, ২০:৩৫
ছবি - সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। কেউ কেউ বলে নির্বাচন হতে দেবে না। তারা মাঠে এসে নির্বাচনে বাধা দিয়ে দেখুক। আওয়ামী লীগ মাঠে আছে, চুপ করে বসে নেই।

সোমবার (১ মে) ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশে এ কথা বলে তিনি। সমাবেশের আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ।

মায়া বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে এখন আর দেশে শ্রমিক মালিকের মধ্যে ভেদাভেদ নেই, সবাই এক হয়ে গেছে। মালিক শ্রমিক সবাই এখন ভালো আছে।’

বিএনপি হলো বাইচান্স পার্টি মন্তব্য করে মায়া বলেন, ‘এদের কোনো ইতিহাস-ঐতিহ্য নেই। তাদের একটাই লক্ষ্য শেখ হাসিনাকে শেষ করতে হবে। এদেশের মধ্যে যদি কোনো খুন-খারাবির দল থাকে সেটা হলো বিএনপি।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিএনপি বলে নির্বাচন করতে দেবে না, আমি (মায়া) তাদেরকে বলে দিতে চাই, নির্বাচনে বাধা দিতে বিএনপি নেমেই দেখুক কী হয়, মাঠে আসেন। আওয়ামী লীগ মাঠে নেমে গেছে, আওয়ামী লীগ প্রস্তুত আছে।’

তিনি বলেন, ‘ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসতে হবে। আপনারা (বিএনপি) নির্বাচনে আসুন। নির্বাচনের জন্য আওয়ামী লীগ চুপ করে বসে নেই। আমাদের কাজ আমরা করে যাচ্ছি। জনগণের পায়ে ধরে ভোট চাইব, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ