ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইভি রহমানের সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২১, ০৩:৩৯

বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী শহীদ বেগম আইভি রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউ-এ বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় বর্বোরচিত ভয়াবহ নৃশংস গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে ৪ দিন মৃত্যুর সাথে লড়ে ২৪ আগস্ট রাত ২টায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে শহীদ বেগম আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, ২১ আগস্টের খুনিরা এক ও অভিন্ন। ঘাতকচক্র সবসময় রক্তপাত ঘটাতে ষড়যন্ত্র করছে। রক্ত পিপাসু হায়েনার ছোবল থেকে দেশকে রক্ষা করতে হলে তাদেরকে চিরতরে নির্মূল করতে হবে। সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সকল প্রকার ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিতে হবে। যেকোন মূল্যে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার চলার পথকে মসৃণ করতে হবে তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত থাকতে হবে।

তিনি সংসদ সদস্য নাজমুল হাসান পাপন দুই কন্যা তানিয়া ও ময়নার গর্বিত জননী। নির্ভীক অসীম সাহসী শহীদ বেগম আইভি রহমানের রক্তের ঋণ শোধ হবার নয়। জাতি তাঁর অবদান বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম আব্দুর রাজ্জাক, দেবাশীষ বিশ্বাস, ফারুক আমজাদ খান ড. জমির উদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আরিফুর রহমান টিটু, শাহজালাল মুকুল, গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুলসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ