আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,‘বিএনপি দেশের উন্নয়নে প্রধান বাধা। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। এদের প্রতিহত করতে হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও সহ্য করা হবে না।
শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
এসময় তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা রচনায় সমস্ত অপশক্তিকে দমন করে প্রতিবন্ধকতা উপড়ে ফেলতে হবে।
এর আগে, সকাল ৭টা ৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ