সুপ্রিম কোর্টে বিএনপি নেতা ব্যালট চুরি করতে গিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘আদালতে জঙ্গি কায়দায় ভোট চুরির চেষ্টা করেছে। দফায় দফায় কোর্টে হামলা চালানো হয়েছে।’
বুধবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথসভায় তিনি এসব কথা বলেন। সভায় ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।
এ সময় ভোট চুরির জন্য বিএনপিকে দোষারোপ করে ওবায়দুল কাদের বলেন, ‘অপবাদ আ’লীগকে দেবেন না। ভোট চোরের দল বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্বাচনে এক নেতা ব্যালট চুরি করতে গেছেন। ব্যালট চুরি করে নির্বাচনে জিতবে, এ জন্য সকালে আদালতে হামলা করেছে। ভোট গ্রহন পণ্ড করতে বার বার আদালতে হামলা করছেন। ফখরুল সাহেব, আপনারা ধরা পড়ে গেছেন।’
নির্বাচনকে টার্গেট করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ইলেকশন খুব দূরে নয়, এটাই এখন মূল টার্গেট। আমাদের প্রস্তুতি নিতে হবে। অনেকে নির্বাচন ঠেকাতে চায়। তারা আসবেও না, নির্বাচন করতেও দেবে না। তারা হত্যা-ক্যু’র মাধ্যমে ক্ষমতা দখলে উন্মুখ হয়ে রয়েছে। ২০১৩-১৪ সালের মতো অগ্নিসন্ত্রাস চালাতে চায়, এ জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’
সামনের সময়কে চ্যালেঞ্জিং উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরানোর জন্য বিদেশ থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সামনের সময় খুবই চ্যালেঞ্জিং, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে খারাপ কিছু ঘটানোর ভয় দেখিয়ে লাভ নাই, ভয় দেখাবেন না। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো সন্ত্রাস অপকর্ম রুখে দিতে আ’লীগ প্রস্তুত। ঐক্যবদ্ধ আ’লীগকে হারাতে পারে এমন কোনো শক্তি নাই।’
যৌথসভায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ