ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জনসেবা করতে গিয়ে মারা গেছেন মোহাম্মদ নাসিম

প্রকাশনার সময়: ১৫ জুন ২০২১, ১৯:০৭

তথমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও মোহাম্মদ নাসিম ঘরে বসে থাকেননি। দলের নেতা-কর্মীদের নিয়ে সাধারণ জনগণের জন্য ত্রাণ সরবরাহ করেছেন, খোঁজ-খবর নিয়েছেন। জনসেবা করতে গিয়ে তিনি মারা গেছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, মোহাম্মদ নাসিমের প্রয়াণে আওয়ামী লীগে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ হবার নয়। তিনি দল ও দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। ১৪ দলের মুখপাত্র হিসেবে অন্যান্য দলগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করেছেন। একেবারে কট্টরপন্থী বিরোধী দলগুলোর সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন এবং তাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন।

আলোচনা সভায় স্মৃতিচারণ করে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বলেন, বাবা সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। করোনাকালীন সময়ে তিনি সকলের নিষেধ উপেক্ষা করে সাধারণ মানুষের কাছে ছুটে গেছেন। সবসময় বলতেন আমার তিনটি পরিবার। প্রথম পরিবার আওয়ামী লীগের নেতা-কর্মীরা, দ্বিতীয় পরিবার হচ্ছে সংবাদকর্মীরা, তৃতীয় পরিবার তোমরা।

আরআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ