আগামীকাল উদ্বোধন করা হবে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার থেকে যাত্রী চলাচল শুরু হবে মেট্রোরেলে।
এদিকে মেট্রোরেলের ভাড়া ব্যয়বহুল দাবি করে ভাড়া কমানোর দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, মেট্রোরেল আইন ও বিধিমালা লঙ্ঘন করে ভাড়া বাড়ানো হয়েছে। যা অন্যান্য দেশের ভাড়া তুলনায় কয়েক গুন বেশি।
নেতাকর্মীদের জামিন না দিয়ে সরকার মধ্যযুগীয় কায়দায় দেশ চালাচ্ছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে গেছে সরকার। বিএনপি নেতাদের জামিন না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।
এ সময় আরে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ও চলতি দপ্তরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ