ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ সম্মেলনে গাড়িভর্তি খাবার

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২২, ১৩:৩৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২, ১৩:৩৯

আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে আসা নেতাকর্মী‌দের জন‌্য গা‌ড়িভর্তি ক‌রে খাবার আনা হ‌চ্ছে।

শ‌নিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের টিএ‌সসি সংলগ্ন গে‌টে গা‌ড়িভর্তি খাবার নি‌য়ে আশার চিত্র দেখা গে‌ছে।

সম্মেলনে আসা নেতাকর্মী‌দের জন‌্য ধানমন্ডির প্রিয়াঙ্কা ক‌মিউনিটি সেন্টার থেকে খাবার আনা হ‌চ্ছে ব‌লে জানান খাবার বহনকারী গা‌ড়িচালক সা‌জেদুর রহমা‌ন।

২২তম জাতীয় সম্মেলনে যোগ দি‌তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হ‌য়ে‌ছেন লা‌খো নেতাকর্মী। স‌ন্মেল‌নে যোগ দি‌তে আশা নেতাকর্মী‌দের চা‌পে হিম‌শিম খা‌চ্ছে আইনশৃঙ্খলা বা‌হি‌নী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের টিএ‌সসি সংলগ্ন গে‌টে ও টিএ‌সসি এলাকায় নেতাকর্মী‌দের উপ‌স্থি‌তির এই চিত্র দেখা গে‌ছে।

১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে কর্মী সম্মেলনের মাধ্যমে জন্ম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের।

এ দলের জন্মের পর থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন ও অর্জনের সঙ্গে জড়িয়ে আছে দলটির নাম।

১৯৫৫ সালের তৃতীয় জাতীয় সম্মেলনের মাধ্যমে সকল ধর্ম, বর্ণের প্রতিনিধি হিসেবে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ যায়। এরপর ১৯৭১ সালে হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ