বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সম্মেলন মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ প্রধান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর সকাল সাড়ে ১০টায় সাদা পায়রা উড়িয়ে তিনি সম্মেলন উদ্বোধন করেন।
এর আগে সম্মেলন উপলক্ষে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কাউন্সিলর ও ডেলিগেটরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করছেন। সকাল ৭টায় সম্মেলনে ঢোকার গেট খুলে দেয়া হয়।
সর্বশেষ জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর। গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমান কমিটির তিন বছরের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৯ ডিসেম্বর। গত ২৮ অক্টোবর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ২৪ ডিসেম্বর ২২তম জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ