ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

উৎসবমুখর সোহরাওয়ার্দী উদ্যান

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২, ১০:০৬

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে দলটির নেতাকর্মীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।

সম্মেলনের প্রথম অধিবেশন শনিবার সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৭ টার পর থেকেই আসতে শুরু করেছেন অনেকে।

সারা দেশ থেকে বাস, মাইক্রোবাস ও লঞ্চে করে রাতেই ঢাকায় এসেছেন অনেক নেতাকর্মীরা।

ছোট ছোট মিছিল নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সম্মেলন স্থলে। নেতাকর্মীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

শনিবার সকালে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বরসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাগুলোতে দেখা গেছে, লাল-সবুজ টিশার্ট আর মাথায় সাদা ক্যাপ পরে সম্মেলনে যোগ দিতে সকাল থেকে দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন নেতাকর্মীরা।

এবারের সম্মেলন ঘিরে তৈরি করা হয়েছে ‘পদ্মা সেতুর ওপরে নৌকার’ আদলে মঞ্চ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধনের পর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সম্মেলন কেন্দ্র করে যান চলাচল ও গাড়ি পার্কিংয়ের বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ওই নির্দেশনা মেনে আজ রাজধানীতে যান চলাচল করতে বলা হয়েছে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ