জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় বলেছেন, বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনের হাত ধরেই পল্লীবন্ধুর লাঙ্গলের দূর্গ রংপুরসহ উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে রওশন এরশাদের ঐক্যের ডাক। নির্বাচনী মাঠে বিভ্রান্তি ও ভেদাভেদ ভুলে পল্লীমাতার ডাকে তৃণমূল নেতাকর্মী এবং সমর্থকরা এখন ভোটের লড়াইয়ে চুড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে। রংপুরে মোস্তফা ও লাঙ্গলের ঝড় উঠেছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়, মেডিকেল মোড়, পাকার মাথা, পাণ্ডাদীঘির মোড় এলাকায় জনসংযোগ শেষে সংবাদ মাধ্যমকে তিনি এসব কথা বলেন।
হাসিবুল ইসলাম জয় বলেন, লাঙ্গল প্রার্থী মোস্তফার বিজয় এখন সময়ের ব্যবধান মাত্র। তাই ম্যাডামের মহাঐক্যের ডাক রংপুর ছেড়ে এখন ছড়িয়ে পড়ছে উত্তরবঙ্গে। আসছে উপ নির্বাচন ও আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি। আগামী ২৭ ডিসেম্বর লাঙ্গলের বিজয় নিশান জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতার লড়াইয়ে প্রতিষ্ঠিত করবে,ইনশাল্লাহ।
বিকেলে লালকুঠি, বুড়ির হাট, নুরপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় জনসংযোগ ও পথসভা করেন মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এসব পথসভা ও গণ সংযোগে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, কেন্দ্রীয় সাংগঠনিক সস্পাদক ও জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাপার সহ সভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, জাপার প্রধান পৃষ্ঠপোষকের প্রেস উইং সদস্য ও জাতীয় যুব সংহতির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক কাজী শামসুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, লালমনিরহাট সদর উপজেলা হারাটি ইউনিয়ন পরিষদ মেম্বার এমকে হাসান, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ ও নগর ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফসহ আরো অনেকে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ