ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেলেনি জাপার মনোনয়ন, স্বতন্ত্র প্রার্থী হবেন হিরো আলম

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২২, ২১:৪৫

জাতীয় পার্টির দফতর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে সংসদ সদস্য পদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে বনানী কার্যালয়ে যান আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে তাকে কার্যালয়ে দেখে মনোনয়ন ফরম বিতরণ বন্ধ করে দেয় জাতীয় পার্টি। তাই মনোনয়ন না পেয়ে খালি হাতেই ফিরতে হয় তাকে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে জাপার মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। হিরো আলম বগুড়ার (কাহালু-নন্দীগ্রাম) থেকে উপনির্বাচন অংশ নিতে যাচ্ছেন।

এ বিষয়ে জাপার যুগ্ম-মহাসচিব ফখরুল আহসান শাহজাদা জানান, দলের বাইরে কেউ জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিতে পারবেন না। যদিও নিজেকে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন বলে দাবি করেন হিরো আলম।

উল্লেখ্য, বগুড়া-৪ আসনে বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ