ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

‘বিপুল ভোটে মেয়র নির্বাচিত হবেন জাপার মোস্তফা’ 

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২২, ২১:২০

জাতীয় সংসদের বিরোধী নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের আর্শিবাদে পল্লীবন্ধুর পছন্দের মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন পার্টির সাবেক যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়। বলেছেন, নির্বাচনী প্রচারণার মাঠ চিত্র বলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের চেয়ে ৬০ শতাংশেরও বেশি জনপ্রিয়তায় এগিয়ে আছে লাঙ্গল।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রংপুর আদালত চত্বর কোর্ট কাচারি বাজার এলাকায় মেয়র প্রার্থী মোস্তফার সঙ্গে জনসংযোগে অংশ নিয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

হাসিবুল ইসলাম জয় বলেন, দলীয় কর্মকাণ্ডে রওশন এরশাদ অতীতে কখনই ভুল সিদ্ধান্ত নেননি। বিশেষ করে রংপুরের মানুষ ও নেতাকর্মীরা তার প্রাণের স্পন্দন। তিনি কখনই নিজেকে রংপুরের বাইরের বলে বিশ্বাস করেন না। তাই এবারও রংপুর সিটি নির্বাচনে প্রার্থী মনোনয়নে অনেকের বিরোধীতা সত্ত্বেও দলের স্বার্থে সময় মতোই সঠিক সিদ্ধান্ত নিয়ে জনপ্রিয় ও গণমানুষের নেতা মোস্তফাকেই দল ও নিজের পছন্দের প্রার্থী হিসেবে ঘোষণা করেন রওশন এরশাদ।

এ সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি লোকমান হোসেন, তিনি বলেন, রংপুরবাসীর ভালবাসা ও আস্থার প্রতীক মোস্তফা রেকর্ড পরিমাণ ভোটে মেয়র নির্বাচিত হবেন, ইনশাল্লাহ।

মহানগর জাপার সহ সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, মোস্তফা শুধু নেতাই নন, তিনি একজন মানবতাবাদি মানুষ। কি গরীব, কি ধনী সবার জন্যই এই মানুষটি মানবতার সেবক হিসেবে নিজেকে বিলিয়ে দেন। যার প্রমাণ তার অতীত কর্মকাণ্ড। গণরায়ে আগামী ২৭ ডিসেম্বর রওশন-কাদেরের প্রার্থী মোস্তফা হবেন জনতার মেয়র।

জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম জানান, ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। ভোটের দিন ক্ষণের অপেক্ষায় আছে রংপুর সিটির মানুষ। ইনশাল্লাহ ইভিএমেই হবে লাঙ্গলের বিজয়। নগর ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ বলেন, লাঙ্গল ও মোস্তফার বিজয় এখন সময়ের ব্যবধান মাত্র। রংপুরের জনগণের জন্য যিনি মানবতার ফেরিওয়ালা, তিনি বিপুল ভোটের বিজয় নিয়েই দ্বিতীয় মেয়াদে নগরপিতার শপথ নেবেন, ইনশাল্লাহ।

বৃহস্পতিবার দুপুরে নগরীর কাঁচারিবাজার, ডিসির মোড়, লালকুঠি মোড় ও বুড়িরহাটে গণসংযোগ করেন লাঙ্গলের মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। সন্ধ্যায় সিটির আজিজ নগর কলোনী ও রগুবাজার এলাকায় পথসভা করেন মোস্তফা ও তার নির্বাচন প্রচার-প্রচারণা টিম। এসব সভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাপার সাধারণ সম্পাদক এসেম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সস্পাদক ও জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাপার সহ সভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, জাপার প্রধান পৃষ্ঠপোষকের প্রেস উইং সদস্য ও জাতীয় যুব সংহতির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক কাজী শামসুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ