ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন নেতৃত্বে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, দলটির সাধারণ সম্পাদক পদ পেতে ১০ জন নেতা আগ্রহী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় কাদের বলেন, আমরা আগেই বলে দিয়েছি এবারের যে সম্মেলন যে কমিটি হবে এখানে তেমন একটা পরিবর্তন হওয়া সম্ভব কম। আমরা পরবর্তী সম্মেলন নির্বাচনের পর সে রকম চিন্তাভাবনা আছে। আপাতত আমরা বড় ধরনের কোনো পরিবর্তন ব্যাপারে ভাবছি না। তবে কাউন্সিলরদের অভিমতের ওপর সবকিছু নির্ভর করবে। আমি এই মুহূর্তে কোনো কিছু প্রেডিক্ট করতে চাই না।
তিনি বলেন, এবারের নির্বাহী কমিটি অত্যন্ত সক্রিয়। আমার জানামতে এখানে কোভিডের মধ্যেও কাজ করতে দেখেছি। নেত্রীর ওপরে নির্ভর করে যদি থাকে (অভিযোগ)। আমরা কেউ পারফেক্ট মানুষ না। ভুল ত্রুটি নিয়েই মানুষ। নতুন নেতা খুঁজতে গেলে অনেক কিছু চিন্তা-ভাবনা করতে হবে। বিতর্কিতদের বিষয় আমাদের চিন্তা ভাবনা আছে।
তিনি আরো বলেন, আমরা আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এদেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে জাতির কাছে অঙ্গীকার রেখেছি, আমরা অঙ্গীকারাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ