ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আ’লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক বৃহস্পতিবার 

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২২, ১০:০৫

আগামী ২৪ ডিসেম্বর ২২তম জাতীয় সম্মেলনের আগে, অর্থাৎ ২২ ডিসেম্বর আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গনভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ইতোমধ্যেই দলের দফতর থেকে কেন্দ্রীয় নেতাদের মোবাইলে বার্তা পাঠিয়ে বৈঠকের বিষয়টি অবহিত করা হয়েছে। আওয়ামী লীগের দফতর সেলে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে দলের কেন্দ্রীয় একাধিক নেতা বৈঠকের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

রীতি অনুযায়ী, কার্যনির্বাহী কমিটি সভাপতিত্ব করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঞ্চালনা করবেন।

কেন্দ্রীয় নেতারা জানান, নতুন নেতৃত্ব গঠনে যে সম্মেলন অনুষ্ঠিত হয় এর আগেই বর্তমান কমিটির বৈঠক হয়। সেখানে বিগত দিনের কমিটির নানা পর্যালোচনা ছাড়াও সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও সম্মেলন সামনে রেখে যেসব উপ-কমিটি করা হয়েছে তাদের অগ্রগতি, প্রস্তুতি ও প্রস্তাব নিয়ে আলোচনার পর তা অনুমোদন দেবে কার্যনির্বাহী কমিটি। পরে সম্মেলনে কাউন্সিলরদের মাধ্যমে পাস হবে।

উল্লেখ্য, গত ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর ২১তম জাতীয় সম্মেলন হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ