ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রসিক নির্বাচন : ভোটের মাঠে আ’লীগের কেন্দ্রীয় নেতারা

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২২, ০৮:১১

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রার্থীরা রাত-দিন ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। এরিমধ্যে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে মাঠে নেমেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগের পাশাপাশি নৌকায় ভোট চেয়ে করেছেন পথসভা। কেন্দ্রীয় নেতাদের দাবি, রংপুরবাসী নৌকার মেয়র উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর আরকে রোড টেক্সটাইল মোড়, পার্বতীপুর বাজার, বউবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকার মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

এ সময় গণসংযোগে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাখওয়াত হোসেন শফিক, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত কুমার নন্দি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।

রাতে গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আহমেদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের মতো রংপুরেও উন্নয়ন করেছেন, সেই ধারাবাহিকতায় রংপুর বিভাগ, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সবখাতেই উন্নয়ন করেছেন। শুধু রংপুর সিটিতে নৌকার প্রতিনিধি না থাকায় জনগণের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এবার সুযোগ এসেছে প্রধানমন্ত্রীকে রংপুর সিটি উপহার দিয়ে উন্নয়ন বুঝে নেয়ার।

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার মেয়র পদে ৯ জনসহ মোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ