ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘পদ্মাসেতুর পিলারে ক্ষতির ভাইরাল ছবিটি ভুয়া’

প্রকাশনার সময়: ১৪ আগস্ট ২০২১, ২৩:৪৩
পদ্মা সেতুর পিলারে ক্ষতির এডিট করা এই ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত

পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি ভুয়া বলে জানিয়েছে সেতু বিভাগ। অপপ্রচার চালাতে ভুয়া ওই ছবি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে শনিবার (১৪ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের বলেন, ভুয়া ছবিটি যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে লৌহজং থানায় জিডি করা হয়েছে।

সেতু বিভাগ সূত্র জানায়, এক মাসে চারবার ফেরির ধাক্কা লাগলেও পদ্মাসেতুর কোনো ক্ষতি হয়নি। পিলারের পাইল ক্যাপে সামান্য পলেস্তারা উঠে গেছে, যা মেরামত করতে সামান্য অর্থ ব্যয় হবে। তবে ভাইরাল হওয়া ছবিটিতে সেতুর পিলারের ক্ষতি বড় করে দেখানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ