চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ৩৯৫ জন শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়, ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অস্বাভাবিক এ মৃত্যু হয়েছে।
আসক জানায়, নিহত শিশুদের মধ্যে ০ থেকে ৬ বছরের শিশুর সংখ্যা ৯০। ৭৩ জনের বয়স ৭ থেকে ১২ বছর, ১৯০ জন শিশু ১৩ থেকে ১৮ বছরের। বাকি ৪২ শিশুর বয়স এখনো জানা যায়নি।
সংস্থাটি বলেছে, এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে নানা কারণে মোট ৩৯৫ জন শিশু মারা গেছে। এসব ঘটনায়, মোট ১৭১টি মামলা হয়েছে। নিহত শিশুদের মধ্যে ২০ জনকে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১০৭ শিশুকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়। নির্যাতনের পর হত্যা করা হয়েছে ৯৫ জন গৃহকর্মী শিশুকে।
প্রতিবেদনটি প্রস্তুতের জন্য দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, সমকালসহ বেশ কয়েকটি বাংলা, ইংরেজি দৈনিক এবং নিউজ পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানায় আসক।নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ