ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

প্রকাশনার সময়: ১২ জুলাই ২০২২, ০৮:৫৭ | আপডেট: ১২ জুলাই ২০২২, ০৯:২২

মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে তিন দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১২ জুলাই)। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) ছিল সরকারি সাধারণ ছুটি । ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ কাজে যোগ দেবেন কর্মজীবীরা।

আজ মঙ্গলবার থেকে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার খুলবে।

তবে আজ অফিস খুললেও চলতি সপ্তাহে অফিস-আদালতে ঈদের আমেজ কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন। ফলে আগামী রোববারের (১৭ জুলাই) আগে অফিস-আদালতে স্বাভাবিক অবস্থা ফেরার সম্ভাবনা কম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ