আগে নিবন্ধন সম্পন্ন করলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের 'ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।
প্রতিমন্ত্রী বলেন, যারা হজে যেতে আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ পার হয়ে গেছে তারা এবার হজে যেতে পারবেন না। এ বিষয়টি বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ।
প্রতিমন্ত্রী জানান, প্রতি বছর হজ ব্যবস্থাপনা শেষ করতে ৪-৬ মাস সময় পাওয়া যায়। তবে এবার সময় মাত্র ৩৪ দিন। এজন্য শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে আমরা কাজ করেছি।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ