ঢাকা সাব-এডিটরস কাউন্সিলে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হলেন বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকা দৈনিক নয়া শতাব্দীর সহ-সম্পাদক হালিমা খাতুন। তিনি ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী দৈনিক ভোরের আকাশের কান্ট্রি ইনচার্জ অপূর্ব ইব্রাহীম পেয়েছেন ৩৪০ ভোট।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নাঈম মাশরাকী পেয়েছেন ৩৩৪ , মুনসুর আহমেদ ৩০১, আরিফ আহমেদ ২৯৫, মো. মোস্তাফিজুর রহমান ২৭৯ , হাসান আহমেদ ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
এর আগে এদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।এছাড়াও পড়ুন... সাব-এডিটরস কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণা
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ