ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন

সর্বোচ্চ ভোট পেলেন নয়া শতাব্দীর হালিমা

প্রকাশনার সময়: ২২ মার্চ ২০২২, ১৯:৫৬ | আপডেট: ২২ মার্চ ২০২২, ২১:০০

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হলেন বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকা দৈনিক নয়া শতাব্দীর সহ-সম্পাদক হালিমা খাতুন। তিনি ৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী দৈনিক ভোরের আকাশের কান্ট্রি ইনচার্জ অপূর্ব ইব্রাহীম পেয়েছেন ৩৪০ ভোট।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নাঈম মাশরাকী পেয়েছেন ৩৩৪ , মুনসুর আহমেদ ৩০১, আরিফ আহমেদ ২৯৫, মো. মোস্তাফিজুর রহমান ২৭৯ , হাসান আহমেদ ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

এর আগে এদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

এছাড়াও পড়ুন... সাব-এডিটরস কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণা

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ