ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জানুয়ারিতে রপ্তানি আয় ৪১ শতাংশ প্রবৃদ্ধি

প্রকাশনার সময়: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০০ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৫

করোনার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে দেশের পণ্য রপ্তানি আয়। গত ডিসেম্বরে রেকর্ড রপ্তানির পর সদ্যবিদায়ী জানুয়ারি মাসে পণ্য রপ্তানি হয়েছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। সব মিলিয়ে জানুয়ারিতে রফতানি হয়েছে ৪৮৫ কোটি ডলারের পণ্য। যা গত বছরের জানুয়ারির চেয়ে ৪১ দশমিক ১৩ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার এ সুখবর দিয়েছে। ভালো প্রবৃদ্ধির পাশাপাশি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আয় হয়েছে এ খাত থেকে।

২০২১ সালের জানুয়ারি মাসে পণ্য রপ্তানি থেকে ৩৪৩ কোটি ৬৭ লাখ ডলার আয় করেছিল বাংলাদেশ। এ বছর জানুয়ারিতে ৪০৫ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য ঠিক করা হয়েছিল। সে হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৭৩ শতাংশ বেশি আয় হয়েছে এ মাসে।

ইপিবির তথ্য অনুযায়ী, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ইতিহাসে এটা এক মাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়। সবচেয়ে বেশি আয় হয়েছিল গত বছরের শেষ মাস ডিসেম্বর; ৪৯০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে ৪৮ দশমিক ২৭ শতাংশ প্রবৃদ্ধি এসেছিল।

২০২০ সালে দেশে মহামারী শুরুর পর লকডাউন আর বিশ্ব পরিস্থিতির চাপে রপ্তানি আয় নেমে গিয়েছিল তলানিতে। এ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানিতে ১১ দশমিক ১৯ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। অগাস্টে একক মাসে ১৪ দশমিক ০২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

সেই অবস্থা সামলে গতবছরের সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে ভালো প্রবৃদ্ধির পথে হাঁটছে দেশের রপ্তানি খাত।

জানুয়ারি শেষে চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রথম সাত মাসে সব মিলিয়ে ২ হাজার ৯৫৪ কোটি ৮৯ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩০ দশমিক ৩৪ শতাংশ বেশি।

এই সাত মাসে ২ হাজার ৫৪৩ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য ছিল বাংলাদেশের। রপ্তানি থেকে আয় হয়েছে তার চেয়ে ১৬ দশমিক ১৭ শতাংশ বেশি।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ