ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

‘১২ বছরের ঊর্ধ্বের সবাইকে টিকা দেওয়া হবে’ 

প্রকাশনার সময়: ৩০ জানুয়ারি ২০২২, ১১:৫৪ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২২, ১২:০২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন থেকে ১২ বছরের ঊর্ধ্বে দেশের সব নাগরিককেই টিকা দেওয়া হবে। ইতোমধ্যে সরকারের আইসিটি বিভাগের আওতাধীন জাতীয় সুরক্ষা অ্যাপে ১২ বছরের ঊর্ধ্বের সব নাগরিক যেন রেজিষ্ট্রেশন করতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।

এছাড়া করোনার বুস্টার ডোজের সময়সীমা ৪০ বছরে নামিয়ে আনা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ওমিক্রনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানা ছারা কোনো বিকল্প পথ নেই। মাস্ক পরে সকলকে বাসা থেকে বের হতেও অনুরোধ করেন মন্ত্রী।

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে দেশের মানুষকে ওমিক্রনের কবল থেকে রক্ষা করতে ব্যাপক টিকাদান, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পড়ার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ